৭ জুলাই শুরু হয়ে এবারের আসর চলবে ২১ আগস্ট পর্যন্ত। ২৪টি টাইটেলের জন্য বিশ্বের ১০০টি দেশের প্রায় ২০০০ ই-স্পোর্টস প্লেয়ার লড়াই করবেন ৭০ মিলিয়ন ডলারের পুরস্কারের আশায়। আসরের বড় চমক ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এই বিশ্বতারকা ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপের গ্লোবাল অ্যাম্বাসেডর।
আরও পড়ুন: বয়সভিত্তিক এশিয়া কাপ হকিতে অংশ নিতে সোমবার চীন যাচ্ছে বাংলাদেশের নারী-পুরুষ দল
সম্প্রতি দেশে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ফায়ার টুর্নামেন্ট এফএফবিসির ফাইনাল। যেখানে প্রাইজমানি ছিল ৬০ লাখ টাকা। চ্যাম্পিয়ন্স টিম রেড হকস জিতেছে এবারের টাইটেল। সঙ্গে জিতে নিয়েছে বাংলাদেশের হয়ে সরাসরি ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার টিকিট।
আরও পড়ুন: শেরপুরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত
টিম রড হকসের প্রতিপক্ষ বিশ্বের বিভিন্ন দেশের ১৮টি টিম। প্রথমে নকআউট, এরপর পয়েন্ট রাশ শেষে গ্র্যান্ড ফাইনাল। কার হাতে যাচ্ছে বিশ্ব সেরার টাইটেল? সব মিলিয়ে দেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে চলছে টানটান উত্তেজনা। কী আছে রেড হকসের ভাগ্যে? তারা কি পারবে টাইটেল জিতে আনতে?