আয়রন ডোম ভেঙে ইসরাইলের প্রতিরক্ষা সদর দফতরে হামলা চালাল ইরান

৩ সপ্তাহ আগে
ইসরাইলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইসরাইলকে ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা।

 

২৪ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরাইলি বিমান হামলার পর তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে, যা সংবাদমাধ্যম দ্য টাইমসের যাচাই করা, তাতে দেখা গেছে তেল আবিবের কেন্দ্রীয় অংশে হামলাটি করা হয়েছে। যেখানে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত।

 

আরও পড়ুন:ইরানে হামলার পর নেতানিয়াহুর ভিডিওবার্তা


১৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ইসরাইলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়ার চেষ্টা করছে। তবে, ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত করে।


ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে। তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে।


এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ারটি দেখা যায়। যা আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।


শুক্রবার সকালে ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানী নিহত হন। এরপর ইসরাইলে পাল্টা হামলা শুরু করে তেহরান। 

 

আরও পড়ুন:আর ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বালিয়ে দেয়ার হুমকি ইসরাইলের

 

ভিডিও দেখুন: 

 

⚡️ The moment Iran targeted the Israeli Ministry of Defense headquarters in Tel Aviv as part of the first salvo. pic.twitter.com/oym8I8k5cf

— War Monitor (@WarMonitors) June 13, 2025
]]>
সম্পূর্ণ পড়ুন