আড়াইহাজারে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

৪ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের কৃষ্ণপুরা ও ঝাউগড়া এলাকায় তিনটি স্পটে এ অভিযান চালান তিতাসের ভ্রাম্যমাণ আদালত।


এসময় চার কিলোমিটার বিস্তৃত বেশ কয়েকটি গ্রামের আটশ' বাড়ির দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। বিচ্ছিন্নকৃত সংযোগগুলো পুনরায় যাতে কেউ স্থাপন করতে না পারে তার জন্য তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগ স্থলগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্থায়ীভাবে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, নারী পোশাক শ্রমিক দগ্ধ


তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম জানান, অবৈধ সংযোগ বন্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং নিয়মিত চলবে। এছাড়া এ অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের অন্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন