আহসান মঞ্জিলে চলছে সুফি ফেস্ট, ভিড় বাড়ছে দর্শনার্থীর

৩ সপ্তাহ আগে
দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর আহসান মঞ্জিলে আবারও শুরু হলো চিরায়ত বাংলার সুফি মেলা। সুফি মেলার নানা আয়োজন দেখতে এরইমধ্যে ভিড় জমিয়েছেন আগ্রহী দর্শক।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ আয়োজন শুরু হয়। এ অনুষ্ঠানে একে একে গান পরিবেশন করার কথা রয়েছে অনেকগুলো সুফি ব্যান্ডের। যার মধ্যে রয়েছে নাফস, ঐরাবত, ক্বারার, কালু বালা, দ্য স্পেস ট্রুপ, হাদরা গ্রুপ।

 

অনুষ্ঠানে আরও পরিবেশিত হবে পুঁথি, লোকসংগীত (ফোক), ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুরশিদি, মারফতি সংগীত, সুফি কাওয়ালি, সুফি রাক্স (রুমী ড্যান্স) এবং সুফি হাদরা।

 

সুফি মেলায় ‘স্কুল খুইলাসে রে মাওলা স্কুল খুইলাসে’ গান পরিবেশন করছেন একদল সংগীতশিল্পী। ছবি: সংগৃহীত

 

এছাড়াও রয়েছে দিনব্যাপী নানা ওয়ার্কশপ যেমন, মেডিটেশন, সুফি রাক্স ওয়ার্কশপ, সুফি হাদরা ওয়ার্কশপ, বাঁশি ওয়ার্কশপ, আর্ট সেশন ইত্যাদি।

 

আরও পড়ুন: ২০ ফেব্রুয়ারি আহসান মঞ্জিলে সুফি ফেস্ট

 

সুফি মেলার অন্যতম আকর্ষণ এখানকার হরেক রকমের স্টল। যেখানে রয়েছে বই, পারফিউম, পোশাক, জুয়েলারি, খেলাধুলা, খাবারসহ নানা আয়োজন।

 

আরও পড়ুন: ৩৩ দেশের ৯৭টি চলচ্চিত্র নিয়ে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

 

আয়োজকরা বলছেন, টিকিট কেটে ঢুকতে হবে এই অনুষ্ঠানে। টিকিটের সাধারণ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০০ টাকা। পুরো অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টিভি।

]]>
সম্পূর্ণ পড়ুন