‘আসো আমাকে ধরে নিয়ে যাও’, এবার ট্রাম্পকে চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের

১ সপ্তাহে আগে
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেছেন, ‘আসুন, তুলে নিয়ে যান আমাকে। আমি আপনার জন্য এখানে অপেক্ষা করছি।’

ট্রাম্প তার প্রথম মেয়াদে মাদুরোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছিলেন। ২০২০ সালের মার্চে ম্যানহাটানের ফেডারেল আদালতে মাদুরোর বিরুদ্ধে ‘মাদক পাচার ও সন্ত্রাসবাদ’-এর অভিযোগ আনা হয়। এমনকি মাদুরোকে আটক করতে তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন ট্রাম্প।

 

এরপর গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার কয়েক মাস পর গত আগস্টে তা বাড়িয়ে পাঁচ কোটি ডলার করা হয়। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের আগে গত বছরের আগস্টে লাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশটি ঘিরে সামরিক উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্র।

 

এর প্রতিক্রিয়ায় এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উদ্দেশে মাদুরো বলেন, ‘আসো, আমাকে ধরো। আমি তার জন্য মিরাফ্লোরেসে (ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদ) অপেক্ষা করব। দেরি করো না, কাপুরুষ’।

 

আরও পড়ুন: মাদুরোর মতো পুতিনের বিরুদ্ধেও সামরিক অভিযান? ইঙ্গিতপূর্ণ মন্তব্য জেলেনস্কির

 

এরপর কয়েক মাসের হুমকি-ধামকির গত শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভেনিজুয়েলা আক্রমণ করে মার্কিন বাহিনী। রাজধানী কারাকাস ছাড়াও কয়েক জায়গায় যুদ্ধবিমান থেকে বোমাও বর্ষণ করে। এরপর মাদুরো ও তার স্ত্রীকে তাদের বাসভবন থেকে টেনে-হিঁচড়ে বের করে আনে তারা।

 

প্রথমে হেলিকপ্টার এরপর জাহাহে করে তাদের নিয়ে যাওয়া হয় নিউইয়র্কে। সেখানে তাদের কারাগারে রাখা হয়েছে। এর মধ্যে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, এখন থেকে ভেনিজুয়েলা আমেরিকাই চালাবে। সেখানকার তেলভাণ্ডারের ওপরও নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেন তিনি।

 

শুধু তাই নয়, কলম্বিয়া ও কিউবাকেও ভেনেজুয়েলার পরিণতি হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। গত রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘কলম্বিয়ায় একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন, যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। আমি আপনাকে বলতে চাই, তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না।’

 

আরও পড়ুন: মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকেও অপহরণ করা হতে পারে: মেদভেদভ

 

এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ট্রাম্বের হুমকির জবাবে হুঁশিয়ারি দিয়ে পেত্রো বলেন, ‘যদি তারা (যুক্তরাষ্ট্র) বোমা হামলা চালায়, তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলাতে পরিণত হবে। আর যদি ওরা এমন একজন প্রেসিডেন্টকে গ্রেফতার করে যাকে দেশের একটি বড় অংশ ভালোবাসে, তাহলে তারা আমাদের জনগণের ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলবে।’

 

সাবেক বামপন্থি গেরিলা নেতা পেত্রো আরও বলেন, ‘আমি আর কখনও অস্ত্র স্পর্শ না করার শপথ নিয়েছিলাম... কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র হাতে তুলে নেব।’

]]>
সম্পূর্ণ পড়ুন