আসামে সেনা ক্যাম্পে বন্দুকধারীর হামলা

১ সপ্তাহে আগে
উত্তর-পূর্ব ভারতের আসামের তিনসুকিয়া জেলায় একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন সেনা গুরুতর আহত হয়েছেন।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মধ্যরাতে ‘অজ্ঞাত সন্ত্রাসীরা’ চলন্ত গাড়ি থেকে কাকোপাথার এলাকার একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে গুলি চালিয়েছে।

 

সেনাবাহিনী আরও জানায়, ওই সময় দায়িত্বরত সেনারা তাৎক্ষণিক এবং দক্ষতার সঙ্গে পাল্টা জবাব দিছে। একইসঙ্গে আশপাশের বেসামরিক বাড়িঘরের ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করে।

 

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, সেনাদের দ্রুত পদক্ষেপের কারণে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

 

আরও পড়ুন: ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স প্রিয়ার ফাঁসি নিয়ে যা জানা গেল

 

হামলায় কেউ গুরুতর আহত হননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তারা বলেছে, শুধু তিনজন সেনা সামান্য আহত হয়েছেন।

 

নিষিদ্ধঘোষিত সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইন্ডিপেন্ডেন্ট (উলফা–আই) এক বিবৃতিতে সেনা ক্যাম্পে হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, ‘অপারেশন ভেঞ্জেন্স’ নামের একটি অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন