আসলে এই জরিপের উপর ভিত্তি করে তো কিছু হবে নাঃ মোহাম্মদ এ আরাফাত

২৩ ঘন্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। এ জরিপটির ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। জরিপের ফলাফল নিয়ে অংশীজনদের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা বাংলা। মোহাম্মদ এ আরাফাত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভয়েস অফ আমেরিকা: আওয়ামী লীগের বর্তমান নেতাদের রাজনীতিতে নিষিদ্ধ করার পক্ষে জরিপে অংশগ্রহণকারীদের ৪৬.৮ শতাংশ। এদের মধ্যে ৫৪. ৫ শতাংশ চান আওয়ামী লীগের এই নেতাদের আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক। দল হিসেবে অধিকাংশ মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে হলেও আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা দেখতে চায় ৪৬. ৮ শতাংশ মানুষ যাদের অর্ধেকের বেশি আওয়ামী লীগ নেতাদের আজীবন নিষিদ্ধের পক্ষে। এ বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। মোহাম্মদ এ আরাফাত: আসলে এই জরিপের উপর ভিত্তি করে তো কিছু হবে না। এটা শুধু আওয়ামী লীগ নয়, একটা গণতান্ত্রিক পরিবেশে সকল দলের ক্ষেত্রেই সেই দলের নেতা-কর্মীরা যদি চান এবং এলাকার জনগণ যদি চান তাহলে সে রাজনীতি করতে পারবে। আর দলের নেতাকর্মীরা যদি না চায় এবং তার এলাকার জনগণ যদি না চায় তাহলে সে এমনিতেই রাজনীতি করতে পারবে না। ফলে জরিপ দিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। আপনাকে এটা গণতন্ত্রের উপর ছেড়ে দিতে হবে। যদি এলাকার দলের নেতাকর্মী ও এলাকার মানুষে মনে করে কোনও নেতা রাজনৈতিকভাবে অগ্রহনযোগ্য তাহলে সে এমনিতেই টিকবে না। আর জনগণ চাইলে জরিপ বা সরকারী প্রজ্ঞাপন সবই অপ্রাসঙ্গিক।  (এই সাক্ষাৎকার নিয়েছেন হাসিবুল হাসান।)
সম্পূর্ণ পড়ুন