আসছে রেহান রাসুলের ‘টুকরো চোখ’

২ সপ্তাহ আগে
রোমান্টিক ঘরানার নতুন একটি গান নিয়ে আসছেন দেশের স্বনামধন্য গায়ক রেহান রাসুল। গানটির শিরোনাম ‘টুকরো চোখ’।

নতুন এ গানটির গীতিকার পলিন কাউসার। নিজের লেখা গানে সুরও করেছেন তিনি।

 

মিউজিক ডিরেক্টর শেখ রেজয়ানের তত্ত্ববধানে এরইমধ্যে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। নতুন গান প্রসঙ্গে রেহান বলেন,

গানের সঙ্গে আমার পারস্পরিক বোঝাপড়াটা জমে ওঠার পর দেখলাম এর কথা ও সুর খুবই সুন্দরভাবে সমন্বয় করা হয়েছে। তাই আশা করি, শ্রোতারা গানটি নিজেদের মতো করে উপভোগ করবেন।

 

নিজের লেখা ও সুর করা গান প্রসঙ্গে পলিন বলেন,

আমি সবসময়ই গানের কথা আমার নিজের মতো করে টিউন করি। রেহান ভাই তার পুরোটা দিয়েই মুগ্ধ করেছেন আমাকে। ‘টুকরো চোখ’-এর রেকর্ডিং ও স্টুডিও শুট শেষ এখন আউটডোর ভার্সনের প্রস্তুতি চলছে। চিত্রনাট্য লেখার কাজও এগোচ্ছে। সব ঠিকঠাকমতো হলে কিছুদিনের ভেতরই প্রোমো রিলিজ হবে।

 

আরও পড়ুন: অন্তর্জালে দুই ভিডিও ভাইরাল, উদ্বেগে জাস্টিন ভক্তরা!

 

গানটির মিউজিক ভিডিও তৈরি করার কাজ চলছে। এতে মডেল হিসেবে দেখা যাবে সায়মা, সউদ এবং আকিলাকে। পলিন কাউসারের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ছবিঘরের ব্যানারে রিলিজ হবে ‘টুকরো চোখ’।  

 

আরও পড়ুন: ‘চাঁদ মামা’ খ্যাত গায়িকা দোলা কার ভক্ত?

]]>
সম্পূর্ণ পড়ুন