রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বশেষ ৩ জুন ১৮ মিলিমিটার বৃষ্টি হয়। এর পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। আকাশে মেঘ জমলেও বৃষ্টি হয়নি।
রাজশাহী আবহাওয়া অফিস বলছে- রোববার (১৫ জুন) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার (১৪ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সন্ধ্যা ৬ টায় বাতাসের আদ্রতা ছিল ৬৮ শতাংশ। এছাড়া শুক্রবার (১৩ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি এবং বৃহস্পতিবার (১২ জুন) ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা
তবে রোববার বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা কমে এসেছে। আকাশে বেড়েছে মেঘের আনাগোনা।রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. রহিদুল ইসলাম বলেন, ‘তীব্র গরম শেষে আজ বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমেছে। এই বৃষ্টি অব্যাহত থাকবে। বাংলাদেশে এখন মৌসুমি বায়ু বেশি সক্রিয়।’
গত কয়েকদিনের গরমে বেড়েছে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। এছাড়া লক্ষণ ছাড়াও টাইফয়েড, হেপাটাইটিস বা জন্ডিসের প্রবণতাও বেড়েছে। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪৯ জন রোগী। এরমধ্যে ১২ জন শিশু ও ২৫ জন বৃদ্ধ নারী ও পুরুষ রয়েছে। ডায়রিয়া, জ্বরে আক্রান্ত রোগী প্রতিনিয়ত ভর্তি হচ্ছে। একই অবস্থা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও।