এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়া থানার সামনে রাস্তা অবরোধ করে দিনভর বিক্ষোভ করেন নেতাকর্মী এবং শিক্ষার্থীরা। এসময় ওসিকে প্রত্যাহারের দাবি জানান তারা।
আরও পড়ুন: পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পটিয়ায় বৈষম্যবিরোধীদের সড়ক অবরোধ
পরে মিছিল নিয়ে যান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে। সেখানে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা। এতে বন্ধ হয়ে যায় বান্দরবান, কক্সাবাজার ও চট্টগ্রামের ৬ উপজেলার যান চলাচল। ভোগান্তিতে পড়েন পথচারীরা।
তবে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ওসিকে প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম মহানগর ব্লকেডের ঘোষণাও দেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ তার কার্যালয় থেকে নিচে নেমে এসে অবরোধকারী নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় নেতাকর্মীরা পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণের দাবি জানান। তাদের দাবি মানার আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার রাতে ছাত্রলীগের এক কর্মীকে পটিয়া থানায় হস্তান্তর করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু তাকে গ্রেফতার না করায় থানার সামনে আন্দোলন শুরু করেন তারা। এসময় তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে।
]]>