আশুরার দিনে ভালো খাবার খেলে রিজিক বাড়ে?

৩ সপ্তাহ আগে
ইসলামে প্রত্যেক দিন ও রাতই গুরুত্বপূর্ণ, তবে কিছু দিন ও রাত রয়েছে যেগুলিকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদাবান করেছেন।

তেমনই একটি দিন হলো আশুরা, অর্থাৎ হিজরি মহররম মাসের দশম দিন। এই দিনের পবিত্রতা, ইতিহাস ও তাৎপর্য নিয়ে মুসলিম সমাজে বহু আলোচনার পাশাপাশি কিছু ভুল ধ্যান-ধারণাও প্রচলিত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, আশুরার দিনে ভালো খাবার খেলে রিজিক বাড়ে। 

 

এই কথাটি শুনতে মধুর ও আশা জাগানিয়া মনে হলেও, ইসলামি শরিয়তের আলোকে এর ভিত্তি কতটুকু সহিহ? এটি কি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত, নাকি জনসাধারণের মুখে মুখে প্রচলিত একটি ভিত্তিহীন বিশ্বাস?
আশুরার দিন ভালো খাবার খাওয়া ও রিজিক বৃদ্ধির দাবি ইসলামি শিক্ষার আলোকে কতটুকু সত্য, কতটুকু ভুল।

 

আরও পড়ুন: কোরআনে বর্ণিত যে ১০ শ্রেণির মানুষকে আল্লাহ অপছন্দ করেন

 

বর্ণিত আছে, من وسّع على عياله يوم عاشوراء وسّع الله عليه سائر سنته যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনের জন্য রিজিকে প্রশস্ত করে, আল্লাহ তার জন্য সমগ্র বছর রিজিক প্রশস্ত করে দেন। (বাইহাকি শুআবুল ইমান: ৩৫১৬)

 

ইবনু হাজার আসকালানি রহ. বলেন, এই হাদিসটি বিভিন্ন সানদে বর্ণিত হয়েছে; কিছু সানদে দুর্বল কিছু জাল। (তাকরিবুত তাহজিব, ফাতহুল বারি: ৪/২৪৫) ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. বলেছেন, এটা ভিত্তিহীন (لا أصل له)  আল-মাউজুআত লিল-ইবনে জাওজি, ২/৩৮) 

 

আশুরার প্রকৃত আমল কী?

 

সহিহ হাদিস অনুযায়ী আশুরার প্রকৃত আমল হলো ১. রোজা রাখা نحن نصومه تعظيماً له আমরা এই দিন রোজা রাখি তার মর্যাদা ও গুরুত্বের কারণে।  (সহিহ মুসলিম: ১১৩০) ২. তাওবা ও ইবাদত করা ৩. কোনো নির্দিষ্ট খাদ্য বা অনুষ্ঠান শরিয়তে নেই।


আশুরার দিন পরিবারারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা ফজিলতময় একটি কাজ। যদিও বর্ণিত হাদিসের সনদ দুর্বল; কিন্তু তা ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য। সাওয়াবের আশায় সুন্নত-মুস্তাহাব বা জরুরি মনে করে আমল করা হলে তা বিদআত হবে, যা পরিহারযোগ্য। ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ— ১৮:৫৩৯—৫৪০। আরও দেখুন: ফাতাওয়া শামী—৩:৪৫৭ আশরাফিয়া; হাশিয়াতুত তাহতাবী আলাদ দুর ১:৪৬০ রশীদিয়া; ফাতাওয়া মাহমূদিয়া— ৩:২৭৪—২৭৫ আশরাফী।

]]>
সম্পূর্ণ পড়ুন