আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার উপকারিতা
কোরআন ও হাদিসে আল্লাহর সঙ্গে সম্পর্কের গুরুত্ব সম্পর্কে বহুবার আলোচনা করা হয়েছে। যারা আল্লাহর প্রতি আস্থাশীল থাকে এবং সর্বদা তার স্মরণে নিজেকে নিয়োজিত রাখে, তাদের জীবন এক অন্যরকম প্রশান্তি লাভ করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,
যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তাদের অন্তর শুধু আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। (সুরা রাদ, আয়াত ২৮)
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে উঁচু মিনারের মসজিদ
এ প্রশান্তি হলো এক অনন্য আত্মিক শক্তি, যা জীবনের কঠিন সময়ে আমাদের মানসিক ও শারীরিক দৃঢ়তা বাড়ায়। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা মানে হলো, সর্বদা তাঁর ওপর ভরসা রাখা এবং প্রতিটি কাজে তাঁর সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা বলেন,
স্মরণ রেখো, যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের সঙ্গে আছেন। (সুরা বাকারাহ, আয়াত ১৫৩)
আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার উপায়
আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে কিছু কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো-
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া
আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার প্রধান উপায় হলো নামাজ। এটি হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যম। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদের ভালোমন্দ সবকিছু তুলে ধরতে পারি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজই মুমিনের জন্য শ্রেষ্ঠ পথ আল্লাহর নৈকট্য লাভের।
দোয়া করা
দোয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ও নিজের জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহর কাছে নিবেদন করার মাধ্যম। হাদিসে এসেছে, দোয়া হলো মুমিনের অস্ত্র। প্রতিটি কাজে আল্লাহর কাছে দোয়া করলে তা আমাদের জীবনে বরকত আনতে সহায়ক হয়।
কোরআন তিলাওয়াত
আল্লাহর বক্তব্য সরাসরি শুনতে চাইলে কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন পাঠ আমাদের আত্মাকে পবিত্র করে এবং আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কোরআন আল্লাহর বাণী, যা মুমিনদের জন্য রহমত ও সুসংবাদ।
আল্লাহর পথে অর্থ দান
আল্লাহর পথে সাদাকাহ বা দান-সদকা করা হলো আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ। এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে।
ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা
আল্লাহ তাআলা আমাদের জীবনে যে পরীক্ষা ও আর্শীবাদ দেন, তার জন্য ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করতে বলা হয়েছে। ধৈর্যধারণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।
আল্লাহর জিকির করা
প্রতিদিন আল্লাহর যিকর করা যেমন- সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, এই যিকরগুলো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে দৃঢ় করে।
আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার সুফল
জীবনে বিপদ-আপদ লাঘবের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা সবচেয়ে শক্তিশালী একটি পন্থা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন, যারা তাঁর ওপর ভরসা রাখে, তিনি তাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ বলেন,
আল্লাহ তার বান্দাদের হেফাজত করেন। (সুরা হজ্জ, আয়াত ৩৮)
আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত থাকলে জীবনের কঠিন সময়ে আমরা কখনো ভেঙে পড়ি না। বিপদের সময় আমরা তাঁর উপর নির্ভর করতে পারি এবং মনে প্রশান্তি অনুভব করি, যা আমাদের জীবনের মান উন্নত করে। আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট সুখ এবং শান্তি আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যমে আসে। আল্লাহ তাআলা বলেন,
যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। (সুরা তালাক, আয়াত ৩)
আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের জীবনের সব দুঃখ কেটে যায়, আমরা এক ধরনের মানসিক শক্তি লাভ করি, যা অন্য কোথাও পাওয়া যায় না। এছাড়া দুনিয়ার সুখ তো বটেই, আখিরাতেও আমরা চিরন্তন শান্তি লাভ করি।
আরও পড়ুন: বিশ্বের যেসব দেশে কোনো মসজিদ নেই
আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা মানে আমাদের আত্মার প্রশান্তি, জীবনের কঠিন মুহূর্তগুলোতে স্থিরতা, এবং পরিপূর্ণভাবে সুখী থাকা। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা আমাদের আত্মার ও জীবনের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা যখন আল্লাহর দিকে ফিরে আসি, আমাদের মনে প্রশান্তি আসে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর সাহায্য ও হেফাজত পাই।
প্রতিদিনের জীবনে আল্লাহর সঙ্গে সম্পর্ককে গভীর করার প্রচেষ্টা করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা মানে জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলা। আল্লাহর দয়া ও রহমতের ছায়ায় নিজেদেরকে গড়ে তুলতে পারলে আমাদের জীবনে প্রকৃত সুখ ও শান্তি অনিবার্যভাবে আসবে।
]]>