আলিফ হত্যা: ২ আসামির হুলিয়া ও ক্রোকি পরোয়ানা পুনরায় জারির নির্দেশ

৭ ঘন্টা আগে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার দুই আসামির বিরুদ্ধে জারি করা হুলিয়া ও ক্রোকি পরোয়ানা আদালতে ফেরত না আসায় পুনরায় হুলিয়া এবং ক্রোকি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিক এ আদেশ দেন। দুই আসামি হলেন শুভ কান্তি দাস ও সূকান্ত দত্ত।

 

এ বিষয়ে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘আলিফ হত্যা মামলায় মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এর মধ্যে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৮ জন এখনো পলাতক। পলাতক ১৮ আসামির মধ্যে ১৬ জনের হুলিয়া ও ক্রোকী পরোয়ানা জারি হয়ে আদালতে ফেরত এসেছে। তবে বাকি দুই আসামির হুলিয়া ও ক্রোকী পরোয়ানা ফেরত না আসায় পুনরায় জারির আদেশ দিয়েছেন আদালত।’

 

আরও পড়ুন: চিন্ময় দাসের জামিন ফের নামঞ্জুর

 

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন