আল-কুদস ব্রিগেডের স্নাইপারের গুলিতে বিদ্ধ ইসরাইলি সেনা!

৫ দিন আগে
স্নাইপারের গুলিতে বিদ্ধ হয়েছে গাজা শহরের শুজাইয়া এলাকায় অবস্থান নেয়া এক ইসরাইলি সেনা।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তাদের একজন স্নাইপার শুজাইয়া এলাকায় অবস্থান নেয়া এক ইসরাইলি সেনাকে গুলি করেছে।

 

সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

 

ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া গুলিতে ওই সেনা নিহত হয়েছে কি না, তা-ও জানা যায়নি। 

 

আরও পড়ুন: ইসরাইলের বিমান ও স্থল হামলা জোরদার, বিপর্যস্ত গাজা

 

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী আকাশ ও স্থল হামলা জোরদার করায় আরও বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা উপত্যকা। 

 

সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার (১৪ এপ্রিল) জানিয়েছে, নতুন করে শুরু হওয়া হামলায় গাজা শহরের তুফাহ এলাকায় তিনজন নিহত হয়েছেন, যেখান থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

 

এছাড়া কিছু বেসামরিক লোককে সরে যেতে বাধ্য করা হলেও, অনেকে এখনও রয়ে গেছেন। কারণ তারা মনে করেন, অন্য কোথাও এখন নিরাপদ নয়। 

 

আরও পড়ুন: রকেট প্রতিহতের দাবি ইসরাইলের, ফের হামলার ঘোষণা দিলো হামাস

 

উত্তরে আল-আহলি হাসপাতালের কিছু অংশ ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়ায় বিপদ এবং জরুরি অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে গাজা শহরে। 

 

ইসরাইলি ড্রোনগুলো গাজা শহরে খুব কম উচ্চতায় ঘোরাফেরা করছে বলেও জানায় আল জাজিরা।

]]>
সম্পূর্ণ পড়ুন