আল আরাফা ব্যাংকের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে

১ সপ্তাহে আগে
আল আরাফা ব্যাংকে চাকরি ফিরে পাওয়ার জন্য মিছিল থেকে জনদুর্ভোগ ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় ৩ জনের একদিন করে রিমান্ড ও ৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— নুরুল আকিব, মোস্তাফিজুর রহমান, ইছা জাবেদ।

 

কারাগারে যাওয়া আসামিরা হলেন—আফজাল হোসাইন, হাসিবুল ইসলাম, জোবাইর বিন রশিদ,ইলিয়াস মিয়া, আজাদ হোসেন, ইরফান উদ্দিন, মজিবুল বশক, শরিফুল ইসলাম

 

আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংক /চাকরিচ্যুতদের ওপর হামলার বিচার ও পরিচালনা পর্ষদ বাতিল দাবি

 

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সাইদুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৩ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে বাকি ৮ জনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

মামলার সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট সকাল ৮টায় পল্টন থানার দৈনিক বাংলা মোড় এলাকায় আল আরাফা ব্যাংকের সামনে ১০০ থেকে ১৫০ জন চাকরি ফিরে পাওয়ার জন্য স্লোগান দিতে থাকেন। সকাল ১০টা ২০ মিনিটের দিকে মামলার বাদীসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাদের স্লোগান দিতে নিষেধ করে ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। নিষেধ অমান্য করে তারা রাস্তায় জনদুর্ভোগ তৈরি করেন এবং পুলিশের সঙ্গে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন। একপর্যায়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা পুলিশের ওপর আক্রমণ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় গত ২৫ আগস্ট পল্টন থানায় মামলা করেন কর্তব্যরত পুলিশ সদস্য পল্টন থানার উপপরিদর্শক জুয়েল ইসলাম।

 

]]>
সম্পূর্ণ পড়ুন