আর্সেনালের জয়ের রাতে হারল ইউনাইটেড

১ দিন আগে
লিগে শিরোপার দৌড়ে এখনও লিভারপুলের পিছু ছাড়ছে না আর্সেনাল। মঙ্গলবার (১ এপ্রিল) প্রিমিয়ার লিগে ম্যাচে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়েছে আর্তেতার দল। তবে আবারও হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নটিংহ্যামের কাছে ১-০ গোলে হেরেছে আমোরিমের দল।

আর্সেনাল ২-১ ফুলহ্যাম


পুরো ম্যাচে দাপট দেখিয়ে জয় পেয়েছে আর্সেনাল। দুই হাফে দুই গোল করেছে তারা। প্রথম গোলটি আসে ম্যাচের ৩৭তম মিনিটে। এনওয়ারির পাস থেকে গোল করেন মারিনো। দ্বিতীয় হাফে চোট থেকে সেরে দীর্ঘদিন পর মাঠে নামেন বুকায়ো সাকা।


আর মাঠে নেমেই গোলের দেখা পান এই ইংলিশ উইঙ্গার। ৭৩তম মিনিটে মার্টিনেলির ক্রস থেকে হেড করে গোল করেন ২৩ বছর বয়সি এই উইঙ্গার। শেষ সময়ে মুনোজ ফুলহ্যামের হয়ে এক গোল শোধ দিলেও তা অনেক দেরি হয়ে যায়। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।


৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল।


আরও পড়ুন: ঈদ উদযাপনে ফিলিস্তিনকে স্মরণ করলেন হামজা 


নটিংহ্যাম ১-০ ম্যানচেস্টার ইউনাইটেড


এদিকে রাতের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে বাজে ফর্ম থেকে ঘুরে দাঁড়াতে পারছে না ম্যানইউ। আবারও হারের মুখ দেখতে হয়েছে তাদের। মঙ্গলবার নটিংহ্যামের কাছে ১-০ গোলে হেরেছে তারা।


ম্যাচের পঞ্চম মিনিটে এলেঙ্গার গোলই ব্যবধান গড়ে দেয়। ১৯৯১-৯২ মৌসুমের পর প্রথমবার প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে এক আসরে দুবারের দেখাতেই জিতল নটিংহ্যাম। গত ডিসেম্বরে প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-২ গোলে জিতেছিল তারা।


৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নটিংহ্যাম। ৩৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।

]]>
সম্পূর্ণ পড়ুন