ইউরোপের বাকি লিগগুলোর তুলনায় অনেকেই মনে করেন, ফরাসি লিগ ওয়ান পিছিয়ে। তাই মর্যাদাহানিকর তকমাও জুটেছে ফরাসি লিগের কপালে। যাকে মজা করে বলা হয় ফারমার্স লিগ বা কৃষক লিগ। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনালকে পরাজিত করার পর সেই তকমা নিয়ে নিজেই কৌতুক করে কথা বলেছেন পিএসজি কোচ লুই এনরিকে।
এনরিকে এমন মজা করার সুযোগ ছাড়বেন কেন? যাদের সঙ্গে তুলনায় তাদের পেছনে ধরা হয়, সেই লিগের চারটি দলকে এই আসরে বিদায়... বিস্তারিত