আর্মিস্টিস দিবসের ১০৬তম বর্ষপূর্তি পালন করতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্যারিসে যোগ দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার। সোমবার, ১১ নভেম্বর।
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষ্যে আর্মিস্টিস দিবস পালিত হয়। ১৯১৪-১৯১৮ সালে ফ্রান্সের মাটিতে এই বিশাল যুদ্ধ সংঘটিত হয় এবং প্রায় ১ কোটি মানুষ নিহত হয়েছিল।
ঐতিহ্য মেনে ম্যাক্রোঁ ও স্টারমার আর্ক ডি ট্রায়াম্ফের তলায় অজ্ঞাত পরিচয় সৈন্যদের সমাধিতে পুষ্পাঞ্জলি দেন, দর্শনার্থীদের জন্য রাখা ‘গোল্ডেন বুকে’ স্বাক্ষর করেন এবং বর্ষীয়ান সৈন্য ও সামরিক কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। (রয়টার্স)