শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় অনুষ্ঠিত হয় বাগদানের অনুষ্ঠান। এ আয়োজনে দুই পরিবার ও কাছের মানুষরা আমন্ত্রিত ছিলেন। বাগদান সম্পর্কে গায়ক তানজীব বলেন,
সবাইকে বলার সেভাবে সুযোগ হয়নি। ভেবেছিলাম, একেবারে বিয়ের সময় সবাইকে বলবো। এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।
কনে সম্পর্কে এ গায়ক বলেন,
আমাদের সম্পর্কটা ইন্টারেস্টিং, ও আর্মি অফিসার আমি গায়ক।

কনে সম্পর্কে এ গায়ক আরও বলেন,
আমার মনে হয় না- কোথাও না কোনো দেশে আর্মি অফিসার ও গায়কের বিয়ে হয়েছে। ও আর্মিতে লং কোর্স করেছে। এখন লেফটেন্যান্ট পদে রয়েছে। ওদের বাসা ঢাকার ওয়ারীতে।
আরও পড়ুন: দুঃখ ভুলতে গানের জগতে পা রাখেন জন লেনন
পারিবারিকভাবে বিয়ে ঠিক হলেও আগে থেকেই সাবাকে চিনতেন তানজীব। তবে তিনি আর্মি অফিসার সেটা জানতেন না। তাই পেশা জানার পর বাগদান করে অন্যরকম অনুভূতি হচ্ছে গায়কের।
আরও পড়ুন: মঞ্চে শুভশ্রীকে দেখে দেব প্রসঙ্গে কী বললেন শান?
প্রসঙ্গত, ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে গানের জগতে প্রবেশ করেন তানজীব সারোয়ার। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ডুবে ডুবে, দিল আমার, কী মায়া ইত্যাদি।
]]>