আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স প্রদেশের উপকূলীয় শহরে ২৯ অক্টোবর মঙ্গলবার ভোরে একটি দশতলা হোটেল ভবন ধসে পড়েছে বলে স্থানীয় পৌরসভা এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ডুব্রোভনিক হোটেলে পৌরসভার অনুমতি ছাড়া পরিচালিত একটি নির্মাণ স্থাপনার শ্রমিকসহ সাত থেকে নয়জন ওই সময় ভেতরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারী দলগুলো আটকে পড়াদের উদ্ধারের জন্য বর্তমানে ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছে বলে ভিলা গেসেল কর্তৃপক্ষ উল্লেখ করেছে। পৌরসভা এই বছরের আগস্টে সেখানে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল। (রয়টার্স)