বুধবার (২০ নভেম্বর) ভোরে পেরুর বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটিই চলতি বছর আর্জেন্টিনার শেষ ম্যাচ। এই ম্যাচের আগে আগামী বছরের জন্য দলের খেলোয়াড়দের বিশেষ বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনার জার্সিতে খেলতে হলে নিজ নিজ ক্লাবের হয়ে যথেষ্ট পরিমাণ খেলতে হবে তাদের। সেখানে নিজেদের দক্ষতা দেখাতে পারলে তবেই মিলবে সুযোগ।
তবে এই কঠোর নিয়ম লিওনেল মেসির জন্য প্রযোজ্য হবে না বলেও জানান আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো কোচ।
আরও পড়ুন: রিয়াল ছাড়ছেন ব্রাজিলের বিস্ময়বালক এন্দরিক!
জাতীয় দলে খেলোয়াড়দের বাছাই করা হয় সাধারণত ক্লাবের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। কিন্তু কোপা আমেরিকার পর বাছাই পর্বের সূচি এতো ঠাঁসা ছিল যে, প্রচলিত এই নিয়ম মেনে দল সাজাতে পারেননি স্ক্যালোনি। মুখস্ত দলই খেলাতে হয়েছে তাকে। যার ছাপ পড়েছে দলের পারফরম্যান্সে। শেষ ম্যাচ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা।
পেরুর বিপক্ষে ম্যাচের আগের দিন স্ক্যালোনি সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এর পরের ফিফা উইন্ডো থেকে প্রথাগত নিয়মে ফিরে যাবেন তিনি।
স্ক্যালোনি বলেন, 'তাদেরকে নিয়মিত খেলতে দেখা (ক্লাবের হয়ে) প্রয়োজন আমাদের। কোপা আমেরিকার পর এই ছয়টি ম্যাচ ছিল খুব কাছাকাছি সময়ের মধ্যে। এজন্য বাইরে থেকে কাউকে আনার সময় খুব একটা ছিল না। কাপ জয়ের আনন্দে আমাদের ভাসিয়েছে যারা, মূলত তাদের দিয়েই চালিয়ে নিতে চেয়েছি আমরা। তবে এখন থেকে সবাইকে যথেষ্ট খেলতে হবে (ক্লাবের হয়ে)।'
তিনি যোগ করেন, 'তাদের খেলা দেখেই আমরা সিদ্ধান্ত নিতে পারব, কে কোন অবস্থায় আছেন। সবসময়ই অবশ্য এরকম হয়ে আসছে, শুধু এই সময়টা (কোপা আমেরিকা পরবর্তী ৬ ম্যাচ) ব্যতিক্রম ছিল।'
আগামী বছর মার্চে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডের ম্যাচে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এদিকে ইন্টার মায়ামি এমএলএসের প্লে-অফ থেকে বাদ পড়ায় আগামী মৌসুম মাঠে না গড়ানো পর্যন্ত আর মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির। এমএলএসের আগামী মৌসুম মাঠে গড়াবে আগামী বছর ফেব্রুয়ারির শেষদিকে। যার অর্থ বাছাই পর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের আগে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মেসি। তাহলে কি দল থেকে বাদ পড়তে চলেছেন খোদ আর্জেন্টিনার অধিনায়ক?
আরও পড়ুন: পেরুর বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে দুই পরিবর্তন
না, দুশ্চিন্তার কিছু নেই। দলের সবচেয়ে স্পেশাল খেলোয়াড়ের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না বলেই আশ্বস্ত করেছেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি। তিনি বলেন, 'লিওর (মেসি) ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন। সে সবসময়ই খেলবে। যখন সে বিশ্রাম নেবে (ক্লাবের হয়ে), তখনও খেলবে (জাতীয় দলে)। কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা হবে না, ওদের খেলার মধ্যে থাকাটা জরুরি।'
কারণটাও জানিয়েছেন স্ক্যালোনি, 'লিওর গোটা বছরের দিকে যদি তাকান, প্রচুর ম্যাচ খেলা একজন ফুটবলারকেই দেখতে পাবেন, যাকে অনেক ম্যাচেই পাওয়া গেছে, এর মধ্যে সে কোপা আমেরিকাও খেলেছে। তার জন্য সবসময় শতভাগ থাকা কঠিন এবং এটায় আমি সমস্যা দেখি না, এটা স্বাভাবিকই। চোটের কারণে কিছুদিন বাইরে ছিল, এছাড়া সবসময় তো সে আমাদের সঙ্গে ছিলই।'
এ বছর ইনজুরির কারণে ক্লাব ও জাতীয় দলের বেশ কিছু ম্যাচ মিস করেছেন মেসি। এরপরও ইন্টার মায়ামির জার্সিতে ২২ ম্যাচে ২১ গোল ও ১১ গোলে সহায়তা করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের মনোনয়ন পেয়েছেন তিনি। তবে তার দল বাদ পড়েছে প্লে-অফ থেকেই। জাতীয় দলের হয়েও কোপা আমেরিকা জিতেছেন। এছাড়া বাছাই পর্বে ৬ গোল ও ২ অ্যাসিস্ট নিয়ে তিনিই সর্বোচ্চ গোলদাতা।