প্রথমবার আর্জেন্টিনা থেকে আসা গমের একটি চালান খালাস হলো মোংলা বন্দরে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মোংলার জয়মনি খাদ্যগুদাম সাইলোতে এ খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ২০ হাজার ৮০ মেট্রিক টন গম নিয়ে বন্দরের ৭ নম্বর বয়ায় নোঙর করে মাল্টা পতাকাবাহী ‘এমভি ইলিপডা জি আর’ জাহাজ।
বিষয়টি নিশ্চিত করে মোংলা খাদ্যনিয়ন্ত্রক বিভাগের সহকারী নিয়ন্ত্রক আব্দুস... বিস্তারিত