বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগের তুলনায় পাহাড় এখন অনেক শান্ত। তবে ছোটখাট অপহরণ পাহাড়েও হচ্ছে, সমতলেও হচ্ছে। সম্প্রতি রাউজানে খুন-সন্ত্রাস বেড়ে যাওয়ার বিষয়ে বলা যায়, ফটিকছড়ি, রাউজান, পটিয়া ও সাতকানিয়া এলাকা হলো পাহাড় ও সমতলের সংমিশ্রণ। চট্টগ্রাম বিভাগের একটি বিশেষ সমস্যা হলো এখানে পাহাড়, সমতল, বনাঞ্চল এবং সমুদ্র সব আছে। ফলে এখানে সন্ত্রাসীরা সহজে গাঁ ঢাকা দিতে পারে।’
আরও পড়ুন: আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
তিনি জানান, যারা প্রকাশ্যে থাকে, তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে এবং যৌথবাহিনীর অভিযানও কোনোভাবেই কমেনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সত্য ঘটনা অবশ্যই প্রচার করবেন, কিন্তু মিথ্যা সংবাদ প্রচার করলে পাশের দেশের সাংবাদিকরা সেটি ব্যবহার করে মিথ্যা প্রচার চালায়। তাই আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।’
এর আগে সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।
]]>