৬৭ দিনের ওই তুফান গার্দিওলাকে নতুন খেলোয়াড় কিনতে সামনে ঠেলে দিয়েছে। প্রথম ও একমাত্র কোচ হিসেবে খেলোয়াড় কেনায় ২ বিলিয়ন ইউরো ব্যয় করা সিটি বস এবার বড় অঙ্কই কষাচ্ছেন। এইনট্রাঙ্ক ফ্রাঙ্কফুর্টের ওমর মারমোশের জন্য সব মিলিয়ে ৮০ মিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছেন তিনি। সিটিতে প্রতি সপ্তাহে এই তারকা বেতন পাবেন ৩ লাখ ইউরো করে, ফ্রাঙ্কফুর্টের চেয়ে যা ৫ গুণ বেশি। দুই পক্ষই প্রস্তাবে রাজি। বাকি শুধু আনুষ্ঠানিকতা।
বিবিসি ও স্কাই স্পোর্টসসহ একাধিক গণমাধ্যম এই খবর জানিয়েছে।
আরও পড়ুন: মেসির ক্লাবে আরও তিন স্বদেশি—ইন্টার মায়ামি যেন আর্জেন্টাইনদের ডেরা
বিক্রি করে দেবে, মারমুশকে তাই বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচের স্কোয়াডে রাখেনি এইনট্রাঙ্কট। দলের স্পোর্টিং ডিরেক্টর মারকাস ক্রোশে ডিএজেডএনকে বলেন, ‘আমি আগেও বলেছি, একটা ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে। এটা ম্যানচেস্টার সিটি। খুব কাছেই রয়েছি (চুক্তির), এক দুই দিনের মধ্যে ব্যাপারটার সমাপ্তি টানব।’
চুক্তিটি সম্পন্ন হলে মারমোশ হবেন গার্দিওলার কোচিং ক্যারিয়ারে ৮০ মিলিয়ন ইউরো বা তারও বেশি দামের তৃতীয় খেলোয়াড়। ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে আনতে ১১৮ মিলিয়ন ইউরো ও ২০২৩ সালে জস্কো গভার্দিওলের জন্য ৯০ মিলিয়ন ইউরো খরচ করেছিলেন স্প্যানিশ কোচ।
আরও পড়ুন: নেইমারকে বিশ্বসেরা বানাতে চেয়েছিলেন মেসি
২৫ বছর বয়সি মিশরীয় ফরোয়ার্ডের জন্য গার্দিওলা কেন বড় অঙ্কের টাকা ঢালছেন? কারণ মারমোশকে তার মনে ধরেছে। এইনট্রাঙ্কটের হয়ে গত মৌসুমে ১৭ গোল ও ৬ অ্যাসিস্ট করেছিলেন। এবার মৌসুমের মাঝপথে করে ফেলেছেন ২০ গোল ও ১৪ অ্যাসিস্ট। ১৫ গোল নিয়ে লিগে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, ১৬ গোল নিয়ে উপরে আছেন শুধু হ্যারি কেন। ৯টি অ্যাসিস্ট নিয়ে মারমোশ অবশ্য সবার শীর্ষে।
মারমোশের আরও গুণ আছে, আক্রমণভাগের তিন পজিশন—লেফট উইং, রাইট উইং ও নম্বর নাইন পজিশনে খেলতে সক্ষম তিনি। ফলে গ্রিলিশ, হল্যান্ড ও ফিল ফোডেনের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারবেন।