আরও এক বছর বার্সায় থাকতে সম্মত ফ্লিক

৫ দিন আগে
লিওনেল মেসির বিদায়ের পর থেকেই বার্সেলোনার পারফরম্যান্সের গ্রাফ ক্রমেই নিম্নমুখী হয়ে পড়েছিল। ইউরোপিয়ান প্রতিযোগিতা তো দূরের কথা, লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে পেরে উঠছিল না কাতালান জায়ান্টরা। কিন্তু চলতি মৌসুমে হ্যান্সি ফ্লিক বার্সার ডাগআউটে বসার পর চেহারাই বদলে গেছে তাদের। চলতি মৌসুমে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চার দেখার প্রতিটিতেই জয় পেয়েছে বার্সা। যেনতেন জয় নয়, রীতিমতো মাদ্রিদের দলটিকে নিয়ে ছেলেখেলা করেছে ফ্লিকের বার্সা। এরই মধ্যে দুটি শিরোপা জেতা বার্সার লা লিগা পুনরুদ্ধার এখন সময়ের ব্যাপার।

মাঠে লামিনে ইয়ামাল-রাফিনিয়া-পেদ্রিরা যে ম্যাজিক দেখাচ্ছেন, তার নেপথ্যে আছেন এক জার্মান। বায়ার্ন  মিউনিখকে ট্রেবল জিতিয়ে জার্মানির দায়িত্ব নিয়ে সফল না হয়ে ফের ক্লাব ফুটবলের কোচিংয়ে ফেরা হ্যান্সি ফ্লিকই বার্সার বদলে যাওয়ার কারিগর। আগের মৌসুমেই ধুঁকতে থাকা দলটা চলতি মৌসুমে অপ্রতিরোধ্য। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিচ্ছে আকর্ষণীয় ফুটবলে। গোল খাওয়ার পরোয়া না করে যারা ম্যাচ জেতার কথা ভেবে শেষ পর্যন্ত লড়ে যায়।

 

এই মৌসুমের একটা পর্যায়ে তৃতীয় ট্রেবলের পথেই হাঁটছিল বার্সা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে গেলেও রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে। রোববার (১১ মে) রিয়াল মাদ্রিদকে মৌসুমের শেষ এল ক্লাসিকোয় ৪-৩ গোলে হারিয়ে লা লিগার শিরোপাতেও এক হাত রেখেছে। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে লা লিগাও এবার বার্সার ঘরেই যাচ্ছে।


আরও পড়ুন: তিন বছরের জন্য জুনেই রিয়ালের দায়িত্ব নিচ্ছেন জাবি


এমন সোনা ফলানো কোচকে পুরস্কৃত না করে পারা যায়! ক্লাবকে ফের শ্রেষ্ঠত্বের পথে ফেরানো এই জার্মান কোচের সঙ্গে নতুন করে চুক্তির পথে হাঁটছে কাতালান ক্লাবটি।


 


ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৬০ বছর বয়সী ফ্লিক বার্সার সঙ্গে আরও এক বছরের জন্য নতুন চুক্তি করতে রাজি হয়েছেন। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত বার্সার কোচের দায়িত্বে আছেন এই জার্মান। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ এর জুন পর্যন্ত কাতালান শিবিরেই থাকবেন তিনি।


এরই মধ্যে ফ্লিকের সঙ্গে চুক্তির সবকিছু প্রস্তুত। লা লিগার শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ফ্লিকের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেয়া হবে।


আরও পড়ুন: ক্লাসিকো জিতে বেলিংহ্যাম ও রামোসকে খোঁচা দিলেন ইয়ামাল


বার্সার নতুন প্রোজেক্টের জন্য ফ্লিককে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করছেন স্পোর্টিং ডিরেক্টর ডেকো ও ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান ল্যাপোর্তা। তাই আরও এক বছরের জন্য ফ্লিককে ধরে রাখতে চায় ক্লাবটি।


আগামী বৃহস্পতিবার ((১৫ মে) এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে বার্সা। এই ম্যাচে জয় পেলেই লিগ জয় নিশ্চিত হয়ে যাবে ফ্লিকের দলের। এরপরেই আসতে পারে নতুন চুক্তির ঘোষণা।

]]>
সম্পূর্ণ পড়ুন