আর ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বালিয়ে দেয়ার হুমকি ইসরাইলের

৩ সপ্তাহ আগে
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে নতুন হামলা নিয়ে সতর্ক করেছেন। ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে তবে তেহরান পুড়ে ছারখার হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

শনিবার (১৪ জুন) সেনাবাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে একটি মূল্যায়ন বৈঠকের পর কাৎজ বলেন, ইসরাইলিদের ক্ষতি করায় ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।


কাৎজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে বলেন, ইরানি স্বৈরশাসক ইরানের নাগরিকদের জিম্মি করছেন, এমন একটি বাস্তবতা তৈরি করছেন যেখানে তারা এবং বিশেষ করে তেহরানের বাসিন্দারা, ইসরাইলি নাগরিকদের ওপর চালানো ভয়াবহ ক্ষতির জন্য চড়া মূল্য দেবে।

 

আরও পড়ুন: ইসরাইলে হামলা অব্যাহত থাকবে, জানাল ইরান


তিনি বলেন, যদি আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে তেহরান জ্বলেপুড়ে যাবে।


এদিকে ইসরাইলে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। শনিবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘এই সংঘাত গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে শেষ হবে না এবং ইরানের হামলা অব্যাহত থাকবে।’

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করে কড়া বার্তা ইরানের


তিনি আরও বলেন, এই পদক্ষেপ আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। ইসরাইল এর জন্য অনুতাপ করবে।


এদিকে ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় ২০ শিশুসহ প্রায় ৬০ জন নিহত হয়েছেন।


শনিবার ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে শুক্রবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ইসরাইলের প্রথম দফার হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন