আমিরাতের বিপক্ষে সহজ জয় আফগানিস্তানের

৪ সপ্তাহ আগে
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল আফগানিস্তান। সোমবার (১ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতকে সহজেই হারায় রশিদ খান-ফারুকীরা।

ত্রিদেশীয় সিরিজে নিজ নিজ ম্যাচ পাকিস্তানের কাছে হেরেছে আফগানিস্তান ও আরব আমিরাত। এবার নিজেদের মধ্যে খেলা প্রথম ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। শারজাহতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৮ রানের বিশাল পুঁজি পায় আফগানরা। জবাবে রশিদ খানদের বোলিং তোপে ১৫০ রানে থামে স্বাগতিকদের ইনিংস। তাতে ৩৮ রানের জয় পায় আফগানরা।


আফগান ইনিংসের শুরুতেই গুরাবাজকে হারিয়ে বিপদে পড়ে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নেন অটল ও জারদান। সিদ্দিকুল্লাহ অটল ৪০ বলে ৫৪ রানে আউট হন আর দলীয় সর্বোচ্চ আসে ইব্রাহিম জারদানের ব্যাট থেকে। তিনি ৪০ বলে করেন ৬৩ রান।


আরও পড়ুন: পাকিস্তানের বোলিং নিয়ে উদ্বিগ্ন রমিজ রাজা 


বাকিদের মধ্যে করিম জানাত ১০ বলে অপরাজিত ২৩ এবং ওমারজাই ১০ বলে অপরাজিত ছিলেন ২০ রানে। আরব আমিরাতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ রোহিড এবং সাঘির খান।


জবাব দিতে নেমে স্বাগতিক আরব আমিরাতও শুরুতেই উইকেট হারায়। এরপর মোহাম্মদ ওয়াসিম এবং রাহুল চোপড়া দলকে টানতে থাকেন। দুইজনই হাঁকান ফিফটি। ওয়াসিম ৩৭ বলে ৬৭ রান করে আউট হন। তবে ৫২ অপরাজিত ছিলেন চোপড়া। এই দুই ব্যাটসম্যান ছাড়া কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান পর্যন্ত করতে পারে আমিরাত।


শরফুদ্দিন আশরাফ ২৪ রান এবং রশিদ খান ২১ রানে নেন তিনটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফারুকী এবং নবি।    

]]>
সম্পূর্ণ পড়ুন