ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে আর্লিং হলান্ডের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ম্যানচেস্টার সিটি। এবারের আসর জয়ে শুরুর পর পেপ গার্দিওলার দলের টানা দ্বিতীয় হার এটি। এদিকে পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন সিটির স্প্যানিশ তারকা রদ্রি। তিনি গোলে শট নিতে পারেন একটি, সেটিও লক্ষ্যভ্রষ্ট।
ম্যাচের পর স্কাই স্পোর্টসে এক সাক্ষাৎকারে রদ্রি ক্ষোভ ঝেড়ে বলেন, তিনি লিওনেল মেসি নন যে ম্যাচে ফিরেই বড় প্রভাব রাখবেন।
আরও পড়ুন: আবারও হারল সিটি, ২০ বছরের মধ্যে সবচেয়ে বাজে ফল
রদ্রি বলেন, 'আমি মেসি নই যে, ফিরে এসেই দলকে জিতিয়ে দেব। এটা সম্মিলিত খেলা। আগে যখন আমরা জিতেছি, তখন সকল সতীর্থকে আমার প্রয়োজন হয়েছে। অবশ্যই আমার সেরা অবস্থায় ফিরতে হবে আমাকে এবং আমাদের নিজেদের সকলের দিকে তাকাতে হবে, এটা সম্মিলিত খেলা। আশা করি, (আন্তর্জাতিক ফুটবলের) বিরতির পর আমরা আরও ভালো হতে পারব।'
এসিএল ইনজুরিতে পড়ে গত মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন রদ্রি। গত মে মাসে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন তিনি। পরে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে খেলেন চারটি ম্যাচে, যার তিনটিতে বদলি হিসেবে।