মৃত্যুর তিন দিন পর বাবাকে নিয়ে আবেগঘন এক ফেসবুক পোস্ট দিয়েছেন এ নায়িকা। জানালেন, তার সব শক্তি শেষ হয়ে গেছে।
শনিবার (২ আগস্ট) এই পোস্টে মিষ্টি লিখেছেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে দিন-রাত দেখার ব্যস্ততা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’
আরও পড়ুন: স্বামীর ক্যানসারের সময়ও ৩৪ লাখ পাওনা টাকা পাননি ডলি জহুর, বললেন ‘বিচার হবে’
নায়িকা আরও লিখেছেন, ‘আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’
আরও পড়ুন: বাবা হারালেন মিষ্টি জান্নাত
উল্লেখ্য, ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ২০১৪ সালে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও।