‘আমার আছে জল’ একটি ঘন আবেগে বোনা গল্প। যা শুরু হয় নান্দনিক পারিবারিক দৃশ্য দিয়ে, কিন্তু ছড়িয়ে যায় মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে এবং শেষ হয় অনিশ্চয়তায়—দিলুর মৃত্যু দিয়ে। মানবিক সম্পর্ক, বাসনা, অতীতের প্রভাব, এক তরুণ মনের ভেঙে পড়া—এসব মৌলিক উপাদানই ছবির কেন্দ্রবিন্দু।