রায়হান রাফী নির্মিত ‘আমলনামা’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ১৩ মার্চ। মুক্তির পর থেকেই দর্শকদের কেউ কেউ বলছেন, এটি কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের ঘটনা নিয়ে নির্মিত।
তবে রায়হান রাফী জানিয়েছেন, একরামুল হকের সঙ্গে ‘আমিলনামা’র গল্পের কোনও মিল নেই।
রবিবার (১৬ মার্চ) একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ‘আমলনামা’ নিয়ে রাফী বলেন, ‘এটি নির্দিষ্ট কোনো পরিবারের গল্প নয়। সিনেমাটির... বিস্তারিত