যে আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালে দুই লেগে হেরে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছে, সেমিফাইনালে তাদেরই দুই লেগে হারিয়ে ফাইনালে উঠেছে এমবাপ্পের সাবেক ক্লাব পিএসজি। প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জিতে আসার পর গতকাল ঘরের মাঠে গানারদের ২-১ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। এই জয়ে বড় অবদান গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারুমার।
ঘরের মাঠে দোন্নারুমা গানারদের সামনে দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। কমপক্ষে তিনটি নিশ্চিত গোল ঠেকিয়ে পিএসজিকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন তিনি। তার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
আরও পড়ুন: পাঁচ বছর পর পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে
অথচ গত মৌসুম শেষে এমবাপ্পে যখন দল ছাড়লেন তখন ইউরোপসেরা প্রতিযোগিতায় এই মৌসুমে পিএসজিকে শিরোপার জন্য ফেবারিটের তালিকায় আর কেউই রাখেননি। বরং গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া রিয়াল এমবাপ্পেকে দলে ভিড়িয়ে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠেছিল। আর এই ফরাসিও এবার আক্ষেপ ঘুচিয়ে ইউরোপসেরার পুরস্কার হাতে তুলতে পারবেন বলে মনে করা হচ্ছিল।
কিন্তু ঘটল উল্টাটাই। লিগ ওয়ানের শিরোপা ঘরে তোলা পিএসজি ঘরোয়া কাপের ফাইনালের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠে গেছে। অর্থাৎ ইউরোপের একমাত্র দল হিসেবে এই মুহূর্তে ট্রেবল শিরোপা জেতার সুযোগ তাদের সামনে। এই সুযোগে এমবাপ্পেকে খোঁচা দেয়ার সুযোগ হাতছাড়া করলেন না দোন্নারুমা। এমবাপ্পেক ছাড়াই ফাইনালে ওঠার রহস্য সম্পর্কে বলতে গিয়ে এই ইতালিয়ান গোলরক্ষক জানান, ড্রেসিং রুমের 'মানসিকতা'র পরিবর্তনে এই ফল। এমবাপ্পেকে খোঁচা মেরেই যে কথাটা বলেছেন তাতে সন্দেহ নেই।
প্রাইম ভিডিওতে দোন্নারুমা বলেন, 'মানসিকতা বদলে গেছে, আমরা এখন আগের চেয়ে অনেক বেশি একতাবদ্ধ। আমরা একে অন্যের জন্য খেলি। আমরা কিলিয়ানকে (এমবাপ্পে) মিস করি, সে বিশ্বসেরাদের একজন এবং আমি তাকে শুভকামনা জানাই কারণ সে দারুণ একজন বন্ধু। এই দল দারুণভাবে ঐক্যবদ্ধ, আমরা সবাই মিলে ভালো করছি। আমরা (ইতালি) এভাবেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম, এটাই সবগুলো দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।'
আরও পড়ুন: কানাডা থেকে বাংলাদেশের জন্য বার্তা পাঠালেন সমিত সোম
চলতি মৌসুমে রিয়ালের বাজে পারফরম্যান্সের পেছনে দল হয়ে খেলতে পারার ব্যর্থতাকেই দায়ী করা হচ্ছে। এমনকি দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়াও একই কথা বলেছিলেন। এমবাপ্পেই কি তবে রিয়ালের ড্রেসিং রুমের ভারসাম্য নষ্টের কারণ? এই প্রশ্নও উঠছে।
১জুন মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ইন্টার মিলান। ইতিহাস বলছে মিউনিখে এখন পর্যন্ত হওয়া সবগুলো ফাইনালে নতুন কোনো চ্যাম্পিয়নের দেখা পাওয়া গিয়েছে। তবে এবার কি পিএসজির পালা? এমবাপ্পে এই কষ্ট সইবেন কীভাবে!