আমদানি শুরু হওয়ায় কমেছে কাঁচামরিচের দাম

৪ দিন আগে
আমদানি শুরু হওয়ায় হিলি স্থলবন্দরে কমেছে কাঁচামরিচের দাম। বন্দরে ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও রোববার (৫ অক্টোবর) বন্দরে মরিচ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে বিক্রি হয় ১৭০ টাকা কেজিতে। দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে।

হিলির কাঁচা মরিচ আমদানি কারক সাহাবুল জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকায় হিলিসহ আশপাশের বাজারে কাঁচামরিচের দাম বেড়ে দাঁড়ায় ৩০০ টাকায়। তবে শনিবার থেকে আমদানি পুনরায় শুরু হওয়ায় দাম কমতে শুরু করেছে। এসব কাঁচামরিচ ভারতের উত্তর প্রদেশ, মধ্যে প্রদেশ, বিহার রাজ্যসহ বিভিন্ন রাজ্য থেকে আমদানি হচ্ছে।

 

হিলি স্থলবন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকার সুমন বলেন, দেশে চলতি মওসুমে অতিমাত্রায় খরার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে।  খোলা বাজারে দাম বেড়ে যাওয়াতে ভারতীয় কাঁচা মরিচের চাহিদা অনেকটাই বেড়েছে।

 

আরও পড়ুন: লাগামহীন সবজির বাজারে কাঁচা মরিচের ‘ট্রিপল সেঞ্চুরি’

 

ক্রেতা আকবর বলেন, শনিবার স্থলবন্দরে পাইকারি ১৯০  টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছি। একদির পর রোববার কিনলাম ১৪০ টাকা কেজিতে। পরিমানে কম কিনলাম কারণ বৈরি আবহাওয়ার কারণে মরিচ নষ্ট হচ্ছে।

 

আরও পড়ুন: খুলনায় অস্থির সবজির বাজার, নাভিশ্বাস মরিচ-পেঁয়াজেও

 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ  নিজাম উদ্দিন বলেন, হিলি স্থল ন্দর দিয়ে গেলো  শনি ও রোববার দুই দিনে ভারতীয়  ২৪ ট্রাকে ২৩৭ মেট্রিক টন  ৫০০ কেজি কাঁচামরিচের আমদানি হয়েছে। পণ্যটি পচনশীল দ্রব্য হওয়ায় বন্দরে আসার সঙ্গে সঙ্গে অন্যান্য পণ্য থেকে আমরা এটাকে আলাদা ভাবে গুরুত্ব দিয়ে থাকি, যত দ্রুত সম্ভব শুল্কায়ন কার্যক্রম শেষে পণ্যটি ছাড়করন  করে থাকি। যাতে করে ব্যবসায়ীরা পণ্যটি দ্রুত সরবরাহ করতে পারে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন