আমদানি নিষিদ্ধ ৮শ’ কেজি বিদেশি ক্রিম জব্দ

১ সপ্তাহে আগে
আমদানি নিষিদ্ধ সৌন্দর্য বর্ধনের প্রায় ৮শ’ কেজি বিদেশি ক্রিম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

 ঢাকা বিমানবন্দরের আটক হওয়ার এসব ক্রিম  বিভিন্ন নামে আমদানি করে চট্টগ্রামের বেশ কয়েকটি  প্রতিষ্ঠান।


গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা বিভাগ  অভিযান চালিয়ে ২৮টি কার্টুনের থাকা প্রায় ৮০০ কেজি এসব ক্রিম জব্দ করে।  


পরে মঙ্গলবার এসব নিষিদ্ধ ক্রিম চট্টগ্রামে বন্দরের ফরেন পোস্ট অফিসে পাঠিয়ে দেয়া হয় ঢাকা থেকে। কাস্টমসের আমদানি  নীতি ২০২১-২৪ অনুযায়ী এসব সৌন্দর্যবধর্ন ক্রিম দেশে নিষিদ্ধ পণ্য। 

আরও পড়ুন: গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি: নির্বাচন কমিশনার

জব্দ এসব ক্রিম চট্টগ্রাম কাস্টমস নিলাম শাখায় রাখা হবে। এছাড়া আমদানি করার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানায় কাস্টমস কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন