আম গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
দিনাজপুরের ঘোড়াঘাটে আম গাছ থেকে মজনু মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সকালে উপজেলার ৪ নম্বর ইউনিয়নের পাটশাও গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত যুবক মজনু মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী মৃত আব্দুস সালামের ছেলে।


স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, নিহত যুবক ৭ বছর আগে এখানে বিবাহ করে শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি পেশায় একজন গাড়ি চালকের সহযোগী আবার কখনও রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। পরিবারের লোকজন বলছেন তিনি মাদকাসক্ত ছিল। গতকাল দুপুরে পর থেকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছে, রাত ১০টায় পরে স্ত্রী ও ছেলের সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতে যেকোনো সময় সেই সবার অজান্তে বাড়ির সামনে আম গাছে উঠে গাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ভোর বেলা শাশুড়ি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটের সামনে আম গাছের সঙ্গে জামাইকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


আরও পড়ুন: ঝিনাইদহে বটগাছের ডালে ঝুলছিল ট্রাক চালকের মরদেহ


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন