চলছে আমের মৌসুম। নানা জাতের রসালো আম এখন মিলছে বাজারে। আম-দুধ, আম-রুটি বা আম-মুড়ি খাওয়ার ধুম পড়েছে বাসায় বাসায়। তবে অনেকেই দ্বিধান্বিত হয়ে পড়েন আম খাওয়ার বিষয়ে। আম খেলে ওজন বাড়ে- এমন ধারণা রয়েছে অনেকের মধ্যেই। কেউ কেউ মনে করেন আম খেলে প্রচুর ঘুম হয়, তাই ওজন বেড়ে যায়। আবার অনেকে মনে করেন ডায়াবেটিস থাকলে বুঝি আম একেবারেই খাওয়া যাবে না। এই ধারণাগুলো কি সঠিক? জেনে নিন সেটাই। বিস্তারিত