এএফসি চ্যালেঞ্জ লিগে বাছাই পর্বে লড়াই করেও আবাহনী লিমিটেড হেরেছে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে। দ্বিতীয়ার্ধের দুই গোলে হারতে হয়েছে দিয়াবাতে-মোরসালিনদের। এমন ফলে কোচ মারুফুল হকের আফসোসটাই বেশি হচ্ছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে মারুফুল শুরুতে বলেছেন, ‘মুরাস যোগ্যতর টিম হিসেবে আজকের (মঙ্গলবার) ম্যাচ জিতেছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রথমভাগ ঠিক ছিল। দ্বিতীয়ার্ধে আল আমিন একটা... বিস্তারিত