নিহত তপন ঘোষ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবির উদ্দিন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলে গত ১৭ নভেম্বর একটি কক্ষ ভাড়া নেন তপন। সোমবার (১৮ নভেম্বর) রাতে কোনো এক সময় হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হোটেলের ম্যানেজার কোনো সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে তপনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
আরও পড়ুন: আবাসিক হোটেল কক্ষে ঝুলছিল আবু সাঈদের মরদেহ, তালা ভেঙে উদ্ধার
এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ছবির উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতিমধ্যে নিহতের পরিবারকে আমরা খবর দিয়েছি, তারা মরদেহ নেয়ার জন্য আখাউড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।’