আবারও যুক্তরাষ্ট্রের ভেটো, আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

১২ ঘন্টা আগে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এই ভোটে পরিষদের অন্যান্য সদস্যদের সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, প্রস্তাবটি নিয়ে আপসের প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে।

 

১৫ সদস্যবিশিষ্ট পরিষদে ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব তোলা হয়। এতে গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। একইসঙ্গে জিম্মিদের মুক্তি দাবি করা হয়। তবে যুক্তরাষ্ট্র একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে ভেটোর মাধ্যমে প্রস্তাবটি আটকে দেয়।

 

আরও পড়ুন: হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর

 

জাতিসংঘের মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বলেন, ‘এ যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের জন্য ভয়ংকর বার্তা বহন করে। সমঝোতার টেবিলে ফেরার কোনো দরকার নেই।’

 

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় ইসরাইলি বন্দিদের কথা ভুলে গেছে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা তাদের ভুলে যেতে পারবো না।’

 

গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের এই ভেটোকে সংকট সমাধানের পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এতে পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ আরও গভীর হয়েছে।

 

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত

 

এই যুদ্ধবিরতের প্রস্তাবটি ছিল কয়েক সপ্তাহের আলোচনার ফল। নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য এ প্রস্তাব আনা হয়েছিল। ২০২৩ সালের অক্টোবরের পর এ নিয়ে চতুর্থবারের মতো নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিলো যুক্তরাষ্ট্র।

 

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে। জবাবে ইসরাইল গাজায় প্রায় ১৪ মাস ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে। এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন