আবারও মাঠে মেজাজ হারালেন তামিম, কেন?

২ সপ্তাহ আগে
মাত্র কয়েকদিন আগেই রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে মাঠের মধ্যে তর্কে জড়িয়েছিলেন তামিম ইকবাল। তামিমের আগ্রাসী আচরণ নিয়ে সেসময় সমালোচনাও হয়েছিল বেশ। তবে ওই ঘটনার বেশিদিন না পেরোতেই আবারও মেজাজ হারালেন তামিম।

হেলসের সঙ্গে তামিমের তর্ক হয়েছিল খেলার শেষে। তবে এবার ব্যাটিংয়ের মাঝপথেই সাবেক সতীর্থ সাব্বির রহমানের বিরুদ্ধে চড়াও হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচে এই বিতর্কিত ঘটনা ঘটে।    

 

ঘটনার সূত্রপাত ঘটে বরিশালের ইনিংসের নবম ওভারে। ঢাকার দেয়া ১৪০ রানের টার্গেটে ব্যাট করছিল বরিশাল। উইকেটে ছিলেন ডেভিড মালান এবং তামিম। চতুরঙ্গ ডি সিলভার করা  ওই ওভারের দ্বিতীয় বলটা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান নেন তামিম। বাউন্ডারিতে দাঁড়িয়ে বলটি আটকান সাব্বির রহমান। তবে ব্যাটারদের ধোঁকা দিতে সরাসরি উইকেটরক্ষককে থ্রো না করে বলটা আবার ফেলে দেন সাব্বির। বল ধরেও না ধরার বা না ধরে ধরার এমন অভিনয়কে ক্রিকেটের পরিভাষায় বলা হয় ফেইক ফিল্ডিং। সাব্বিরও হয়তো তেমন কিছুই করেছিলেন।   

 

তবে সাব্বিরের এই কৌশল সহজভাবে নিতে পারেননি তামিম। রান নিয়ে উইকেটের অপর প্রান্তে যাওয়ার পরপরই সাব্বিরের উদ্দেশে কড়া কথা বলেন এই ব্যাটার। মাঠের স্ট্যাম্প মাইক থেকেই শোনা গিয়েছে সেই কথা। ভিডিও ফুটেজে তামিমকে  সাব্বিরের উদ্দেশে বলতে শোনা যায়, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’

 

আরও পড়ুন: মালিকের স্ত্রী বিদেশে থাকায় পারিশ্রমিক পেতে দেরি রাজশাহীর খেলোয়াড়দের!

 

এই কথার পরে আরও কিছু বলতে শোনা গিয়েছে তামিমকে। কিন্তু সেসব কথা স্পষ্ট বোঝা যায়নি। ঘটনার পর সাব্বিরও উত্তেজিত হয়েছেন। তামিমের দিকে এগিয়েও যেতে দেখা যায় তাকে। তবে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা এসে  সাব্বিরকে শান্ত করলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। এসময় ফিল্ড আম্পায়াররাও দুজনকে শান্ত করতে ভূমিকা পালন করেছেন।

 

মেজাজ হারালেও ব্যাট হাতে এদিন ভালো পারফর্ম করেছেন তামিম। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ৮ উইকেটের বড় জয়। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনিই। অন্যদিকে, সাব্বির ব্যাট হাতে আজ তেমন কিছু করতে পারেননি। পাঁচ নম্বরে নেমে ১ ছক্কায় করেন ১০ রান।  

]]>
সম্পূর্ণ পড়ুন