আবারও বিক্ষোভের ডাক তিতুমীরের শিক্ষার্থীদের

৩ সপ্তাহ আগে
বিশ্ববিদ্যালয় ঘোষণা বিষয়ে মন্ত্রণালয়ের আশ্বাসের পর কোনো কার্যকরী পদক্ষেপ নেই বলে অভিযোগ তুলেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

এ অবস্থায় সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানিয়েছে, মন্ত্রণালয়ের আশ্বাস ছাড়া কার্যকরী কোনো পদক্ষেপ নেই। ছাত্র-জনতার ত্যাগ ভুলে যেতে চাইছে রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্তরা। ফিজিবিলিটি টেস্টের নামে তালবাহানা, নির্ধারিত তারিখ উল্লেখ না করে নোটিশ প্রদান প্রত্যাখ্যান করবে তিতুমীরের সাধারণ শিক্ষার্থীরা।

 

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি তিতুমীর কলেজের মূল ফটকে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে বিক্ষোভ মিছিল নিয়ে টিবি গেট প্রদক্ষিণ করে ব্যাংক এশিয়ার নিচে শিক্ষার্থীরা অবস্থান নেবেন বলেও জানা গেছে।

 

আরও পড়ুন: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর যাচাইয়ে কমিটি

]]>
সম্পূর্ণ পড়ুন