ম্যানচেস্টারে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে দেয়া হয় পিএফএ’র পুরস্কার। সেখানে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন মোহাম্মদ সালাহ। এর মধ্য দিয়ে সালাহ সবাইকে ছাড়িয়ে সবচেয়ে বেশি পিএফএ’র বর্ষসেরার পুরস্কার জিতলেন। এর আগে দুইটি করে বর্ষসেরার পুরস্কার জিতেছেন রোনালদো, থিয়েরি অঁরি, মার্ক হিউজ, অ্যালেন শিয়েরার, কেভিন ডি ব্রুইনা এবং গ্যারেথ বেল।
পুরস্কার জেতার পর তার প্রতিক্রিয়া জানিয়েছেন সালাহ। মিশরীয় এই তারকা বলেন, ‘আমি নিজের দেখি তাকালাম এখন, মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস গড়ল। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’
আরও পড়ুন: লেভারকুসেনে যোগ দিচ্ছেন 'নতুন মেসি'
এদিকে পুরুষ ফুটবলে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স উদীয়মান ফুটবলারের পুরস্কার পেয়েছেন। রজার্স গত মাসেই ২৩ বছর পূর্ণ করেছেন, এর আগে ইংল্যান্ড জাতীয় দলের এই ফুটবলার ভিলার হয়ে গত মৌসুমে ৫৪ ম্যাচে করেন ১৪ গোল।
পিএফএ’র বর্ষসেরা একাদশেও আধিপত্য ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের। আর্নে স্লটের দল থেকে পুরস্কার জিতলেন সালাহ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। ২০১৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় পিএফএ’র বর্ষসেরা একাদশে জায়গা পায়নি।
এদিকে নারীদের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। আর নারীদের উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্ট্রাইকার অলিভিয়া স্মিথ।