আবারও তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে বাংলাদেশের ক্রিকেট

৩ সপ্তাহ আগে
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে চার বছর পর আবারও তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে ফিরছে বাংলাদেশের ক্রিকেট। এ নিয়ে পক্ষে বিপক্ষে মত সাবেক অধিনায়কদের। রাজিন সালেহ'র মতে এতে ড্রেসিং রুমে অস্থিরতা তৈরির শঙ্কা থেকেই যায়। তবে লিটন-শান্ত-মিরাজদের মধ্যে সম্পর্ক ভালো হওয়ায় এমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন হাবিবুল বাশার সুমন। যদিও দু’জনের প্রত্যাশা লঙ্কা সিরিজে দারুণ কিছু করবে বাংলাদেশ।

সাকিব-মাশরাফি-মুশফিক, এরপর তামিম-রিয়াদ-মুমিনুল, এবার মিরাজ-শান্ত-লিটন। ২০১৭ ও ২১ এর পর আবারও তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে বাংলাদেশ। তবে, এ নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় চলছে পক্ষে-বিপক্ষে মতামত। যাতে যুক্ত হয়েছেন দুই সাবেক অধিনায়কও। 

 

রোহিতের অবসরের পর ভারত দলেও এখন তিন অধিনায়ক। তবে, রাজিন সালেহ’র মতে তিন ক্যাপ্টেন বহন করার মতো অবস্থায় এখনো পৌঁছায়নি বাংলাদেশ ক্রিকেট। ব্যাখ্যা দিলেন সমস্যাগুলোরও। 

 

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ বলেন, ‘ব্যক্তিগত ওপেনিয়ন (মতামত) হলো আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে, তিন ফরম্যাটে দুজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো- একটা সাদা বলের, একটা লাল বলের। তাতে করে আমাদের দুজন ক্যাপ্টেন.....হয়তো বা দুইটা জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন।’   

 

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে ৬ নতুন মুখ

 

শান্ত’র সঙ্গে আলোচনা না করেই নাকি মিরাজকে দেয়া হয়েছে ওয়ানডে দলের দায়িত্ব। বিসিবি’র এমন সিদ্ধান্ত নিয়ে ড্রেসিং রুমে দ্বন্দ্বের শঙ্কা করছেন অনেকে। তবে, বয়সভিত্তিক থেকেই একসঙ্গে শান্ত-মিরাজ। লিটনের সঙ্গে তাদের সম্পর্কও বেশ ভালো। বাশারের মতে সুযোগটা কাজে লাগাতে পারলে এই তিন অধিনায়কের হাত ধরে নতুন কিছু দেখবে বাংলাদেশ। 

 

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘এখন যেহেতু ফরম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয়। একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে আমরা খুব শিগগিরই চলে যায়। তো একটা ক্যাপ্টেন-এর পক্ষে তিনটা ফরম্যাটের যে প্রেশারটা- একটু বেশি-ই হয়ে যায়।’ 

 

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

 

তিনি আরও বলেন, ‘সমস্য হবে না.........এই ক’জন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেক দিন ধরে। এবং ওরা শুরু থেকেই উঠে আসছে একসাথে। তাদের বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো। কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছেন আরেকজন শুনছেন, এরকম দেখি নাই। এবং সবচেয়ে বড় কথা, এই তিনজনই মাঠে একসাথে অনেক টাইম স্পেন্ড করেন।’  

 

শান্ত’র পরীক্ষা শুরু হবে গল টেস্ট দিয়ে। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত ২৬ টেস্টের মধ্যে একবারই জয় পেয়েছে বাংলাদেশ। তবুও সাম্প্রতিক সময় বিবেচনায় দু'দলকেই সমান-সমান মনে করছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ‘আমার কাছে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হবে, কারণ দু’দলই কিন্তু জয়ের জন্যই মাঠে নামবে। এবং দু’দলের মধ্যে পার্থক্য খুব বেশি নেই ‘ 

 

মঙ্গলবার (১৭ জুন) দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

]]>
সম্পূর্ণ পড়ুন