ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদন থেকে জানা যায়, এ জুটিকে পর্দায় আবারও জুটি হিসেবে আনতে চাচ্ছেন বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালি।
নতুন সিনেমা ‘লাভ এন্ড ওয়ার’-এ দেখা যেতে পারে ও জুটিকে, এমনই আলোচনা চলছে। জানা যায়, রণবীর কাপুরের বিপরীতে ৪০ মিনিটের জন্য একটি চরিত্রে অভিনয় করতে পারেন দীপিকা। শুধু তাই নয়, এ চরিত্রের জন্য রণবীরের সঙ্গে দীর্ঘ সময় সাহসী দৃশ্যেও অভিনয় করতে হবে তাকে।
দীপিকার সঙ্গে সিনেমাটি ও চরিত্র নিয়ে এরইমধ্যে আলাপ পর্ব শেষ করেছেন নির্মাতা সঞ্জয়। তবে আলাপের পর এখনও কোনো সিদ্ধান্ত না নেয়ায় চুক্তিপত্রে সাইন করেননি দীপিকা। সিদ্ধান্ত নেয়ার জন্য কিছু সময় চেয়েছেন তিনি।
‘লাভ এন্ড ওয়ার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর ও তার স্ত্রী আলিয়া ভাট। সঙ্গে রয়েছেন রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশল।
আরও পড়ুন: ৯ বছর পর বলিউডে ফিরছেন পাকিস্তানের ফাওয়াদ
এ তিনজনকে ঘিরে ত্রিভুজে প্রেমের গল্প নির্মাণ করতে চলেছেন সঞ্জয়। তবে সিনেমায় টুইস্ট হিসেবে এখন রণবীর কাপুরের আরেক প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনকেও সিনেমাতে চাইছেন তিনি।
আরও পড়ুন: অভিষেক হয়ে রানিকে পাঠানো মেসেজের কথা ফাঁস করলেন প্রিয়াঙ্কা!
তবে এ সিনেমায় দীপিকা অভিনয় করবেন কি না সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে দীপিকার তরফ থেকে হ্যাঁ সূচক সাড়া পাওয়া গেলে এ সিনেমা ঘিরে আগ্রহ বাড়বে দর্শকদের, এমনটাই অভিমত সিনেমা সংশ্লিষ্টদের।
]]>