আবারও ইনজুরির শঙ্কায় রদ্রি, পুরোনো জায়গায় ব্যথা অনুভব

২ দিন আগে
দীর্ঘ এক বছর ধরে চোটে ভুগছেন ম্যানচেস্টার সিটির ব্যালন ডি’অর জয়ী ফুটবলার রদ্রি। গত বছরের সেপ্টেম্বরে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায় তার। এরপর বেশিরভাগ সময়ই তিনি মাঠের বাইরে ছিলেন। এবার সেই একই জায়গায় নতুন করে ব্যথা অনুভব করছেন রদ্রি, মোনাকোর বিপক্ষে ম্যাচ জয়ের পর এমনটাই জানিয়েছেন পেপ গার্দিওলা।

দু-দিন আগে প্রিমিয়ার লিগের ম্যাচে বার্ণলিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। সে ম্যাচ অবশ্য মিস করেছেন রদ্রি। ম্যাচের আগের দিন অনুশীলনের সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন রদ্রি। যে কারণে বার্ণলির বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না তিনি। 

 

বার্ণলির বিপক্ষে জয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘সে (রদ্রি) বলেছে, আমি খেলতে পারছি না, আমার হাঁটুতে অনেক ব্যথা। আমি বললাম, তুমি যদি খেলতে না পারো, তুমি খেলো না। আরেকজন খেলবে।’ 

 

আরও পড়ুন: শহর অনিরাপদ মনে হলে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের হুঁশিয়ারি ট্রাম্পের

 

লম্বা বিরতির পর গত মৌসুমের শেষদিকে মাঠে ফেরেন রদ্রি। জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপেও খেলেন তিনি। এরপর আবার ফিটনেস সমস্যায় ভুগতে হয় তাকে, খেলতে পারেননি এবারের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে, উলভসের বিপক্ষে।

 

দ্বিতীয় ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে পারেন ১৫ মিনিট। পরে ম্যানচেস্টার ইউনাইটেড, নাপোলি ও আর্সেনালের বিপক্ষে টানা তিন ম্যাচে শুরুর একাদশে খেলে ছন্দে ফেরার আভাস দেন তিনি। কিন্তু এরপরই আবার জাগে চোট শঙ্কা; বার্নলির বিপক্ষে নামতে পারেননি হাঁটুর তীব্র ব্যথায়।

 

গত বছর ডান পায়ের হাঁটুর ইনজুরিতে পড়েন রদ্রি। যে কারণে ৮ মাস ছিলেন মাঠের বাইরে। মৌসুমের শেষ দিকে যদিও ফিরেছিলেন, তবে তাও সুখকর হয়নি তার জন্য। এবার আবারও সেই একই জায়গায় ব্যথা অনুভব করছেন জানিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: শেষ মুহূর্তের নাটকীয়তায় নিউক্যাসলকে হারাল আর্সেনাল

 

বুধবার (১ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মোনাকোর বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এর আগে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর শুরু করে সিটিজেনরা।

 

গত বছরের সেপ্টেম্বরে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ২০২৪-২৫ মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে রদ্রিগো হার্নান্দেজকে। মৌসুমের শেষদিকে ফিরে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু নতুন মৌসুম যখন দ্বারপ্রান্তে ঠিক তখনই আবার রদ্রিকে নিয়ে দুঃসংবাদ দিলেন সিটির কোচ পেপ গার্দিওলা। এবার নতুন মৌসুম শুরুর পর আরও একটি দুঃসংবাদ পেলো সিটি ভক্তরা।

]]>
সম্পূর্ণ পড়ুন