নিয়মিত অধিনায়ক আজিজুল হক তামিমের নেতৃত্বেই এই দুই সিরিজে খেলবে বাংলাদেশ যুব দল। ১৬ সদস্যের দলে আছে কয়েকজন নতুন মুখও।
আগামী ১৪ জুলাই প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি আনঅফিশিয়াল ট্যুর ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর বেনোনিতে ১৭, ১৯ ও ২০ তারিখ স্বাগতিকদের বিপক্ষে তিনটি আন্তর্জাতিক যুবা ওয়ানডে ম্যাচ।
এই সিরিজ শেষ করে জিম্বাবুয়েতে গিয়ে দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিমের দল। সেখানে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোট ৯টি ম্যাচ হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে ৩ বার করে খেলবে। যেই দুই দলের পয়েন্ট বেশি হবে তারা উঠবে ফাইনালে। টুর্নামেন্টটি শুরু হবে ২৫ জুলাই। ১০ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ১৬ দিন ব্যাপী টুর্নামেন্ট। হারারের দুটো ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ।
আরও পড়ুন: আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন
উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে নামবে জিম্বাবুয়ে। পরের দিন একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৮ জুলাই বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবে। একইভাবে আরও দুবার করে মুখোমুখি হবে দলগুলো। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আল আমিন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।
]]>