আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত, বলছে পুলিশ

১ মাস আগে
মঙ্গলবার আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষ জানায়, উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে একটি ব্যাংকের প্রবেশ পথে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়।এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়।    ওই এলাকা পুলিশের মুখপাত্র জুমাদ্দিন খাকসার টেলিফোনে ভয়েস অফ আমেরিকাকে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে বেতন নিতে কাবুল ব্যাংকের শাখার বাইরে অপেক্ষমান জনতার ওপর শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তিনি আরও জানান, নিহতদের মধ্যে আফগান বেসামরিক নাগরিক ও তালিবান সদস্যরা রয়েছেন।   আফগানিস্তানের রাজধানী কাবুলে তালিবান নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের এই সংখ্যাকে প্রাথমিক বলে অভিহিত করেছে। তারা বলেছে, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। কাবুল প্রদেশের রাজধানী কুন্দুজের একাধিক স্থানীয় সূত্র জানায়, মৃতের সংখ্যা উল্লেখযগ্যভাবে বেশি। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেনি। কিন্তু সন্দেহ করা হচ্ছে, স্বঘোষিত আন্তঃদেশীয় ইসলামিক স্টেট সন্ত্রাসী নেটওয়ার্কের আফগানিস্তানভিত্তিক সহযোগী সংগঠন ইসলামিক স্টেট-খোরাসান বা আইএস-কে কে এই হামলার জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছে। সোমবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা আইএস-কে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করেন। এর একদিন পর হামলার এই ঘটনা ঘটে। আইএস-কে নিয়মিতভাবে তালিবান নেতা ও ধর্মীয় নেতাদের পাশাপাশি কুন্দুজ ও দেশের অন্যান্য স্থানে আফগান শিয়া সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্যবস্তু করেছে। গত ডিসেম্বরে তালিবানের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি ও তার কয়েকজন সহযোগী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো সেনা প্রত্যাহারের পর তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর এটিই সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। তালিবান কর্মকর্তারা প্রায়শই আফগানিস্তানে আইএস-কের কার্যক্রমকে খাটো করে দেখেন। তাদের দাবি, তাদের সন্ত্রাসবিরোধী বাহিনী কার্যকরভাবে এই গোষ্ঠীটিকে দমন করেছে এবং দলটিকে দেশের ভেতরে বা বাইরে হুমকি হয়ে ওঠা থেকে নিষ্ক্রিয় করে ফেলেছে।
সম্পূর্ণ পড়ুন