আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

৪ দিন আগে
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৪৩ রানের পুঁজি পায় আফগানরা। জবাবে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। 


আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। ৪০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। এরপর ছোট একটি জুটিতে ভালোই এগোচ্ছিল আফগানরা। তবে নাসুম-সাইফউদ্দিনের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান।


দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে দারবিশ রসুলীর ব্যাট থেকে। এছাড়াও, সিদ্দিকুল্লাহ অটল ২৮ এবং মুজিব উর রহমান করেন ২৩ রান। বাংলাদেশি বোলারদের মধ্যে ৩ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট। এছাড়া শরিফুল ও রিশাদ নেন একটি করে উইকেট।


আরও পড়ুন: আয়ারল্যান্ড সফরের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক 


১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইমনকে হারায় বাংলাদেশ। ১৬ বলে ১৪ রান করে ওমরজাইর বলে আউট হন তিনি। এরপর সাইফ ও তানজিদ ৫৫ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেয়। তানজিদ হাসান ৩৩ বলে ৩৩ রান করে ফেরেন।


এরপর অধিনায়ক জাকেরকে নিয়ে এগিয়ে যেতে থাকেন সাইফ। তবে দলীয় ১০৯ রানের মাথায় দুই বলে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। মুজিব উর রহমানের পরপর দুই বলে ফিরে যান জাকের ও শামিম হোসেন।


কিন্তু শেষ পর্যন্ত আর বিপদ হয়নি। টি-টোয়েন্টিতে সাইফ হাসানের চতুর্থ ফিফটিতে ১২ বলে হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাইফ ৬৪ এবং নুরুল হাসান ১০ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের হয়ে ২ উইকেট নিয়েছেন মুজিব উর রহমান। 

]]>
সম্পূর্ণ পড়ুন