দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে লাখো মানুষের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।
আরও পড়ুন: ‘বক্তব্যে’ বাপের গীত নাই, বংশের গীত নাই, রয়েছে দেশ গড়ার উদাত্ত আহ্বান: লুৎফর হাসান
এবার তারেক রহমানকে স্বাগত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। স্ট্যাটাসে তিনি সংক্ষেপে লেখেন, ‘স্বাগত বাংলাদেশে।’ একই সঙ্গে এই ফেরার মধ্য দিয়ে দেশে শান্তি ফিরে আসুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এই ছোট পর্দার অভিনেতা।
তারেক রহমানের প্রশংসা করে খায়রুল বাসার লেখেন, ‘বাংলার শিশিরভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক। আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন—এই দোয়া রইল।’
আরও পড়ুন: তারেক রহমানকে নিয়ে ‘নেতা আসছে’ গেয়ে সাড়া জাগালেন ন্যান্সি
তিনি প্রত্যাশা প্রকাশ করেন, একদিন হয়তো তারেক রহমানের দল দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·