ভবিষ্যতে ইনফ্লুয়েন্সারদের অনেকেই বাস্তবে থাকবেন না, তাঁরা হয়তো এআই পারসন হবেন উল্লেখ করে তরুণদের সতর্ক করেন লেখক ও ইনফ্লুয়েন্সার সাদমান সাদিক। ‘এআই ও তারুণ্য’ বিষয়ে আলোচনায় তিনি বলেন, ভবিষ্যতে পারসোনাল ব্র্যান্ডিংয়ের মূল প্রতিদ্বন্দ্বী হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই সে অনুযায়ী দক্ষতা গড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিজের সৃশনশীলতা বা নিজস্বতা নষ্ট না হয়।